দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আপনাদের জন্য রয়েছে ইটালিয়ান পাস্তা। পাস্তা হলো বিদেশী খাবার। মূলত ইটালিতে এই পাস্তার প্রচলন। ব্যতিক্রমি এই রেসিপি আয়োজন দি ঢাকা টাইমস্ এর পাঠকদের জন্য।
আমাদের দেশে আমরা যেমন ভাত খেয়ে থাকি, ঠিক তেমনি ইটালিয়ানরাও এই পাস্তা খেয়ে থাকে। আর পাস্তার নাম শুনলে কার না মুখে পানি আসে। কিন্তু অনেকে মনে করে থাকেন এই বিদেশী খাবার টা বানানো অনেক ঝামেলার কাজ। তাই ইরামস কিচেন আপনাদের জন্য সহজ উপায়ে পাস্তা রান্না করার নিয়ম নিয়ে আসলো।
মুরগি কেটে ভালো করে ধুয়ে আদা, রসুন, চিলি সস, ওয়েস্টারসস, সয়াসস চিমটি পরিমাণ লবন। শুকনা মরিচের গুড়া ও গোলমরিচ গুড়া দিয়ে মেখে ১৫/২০ মিনিট মেখে রেখে দিতে হবে। একটি হাড়িতে পানি গরম করে তাতে হাফ চামচ লবণ ও ১ চা চামচ তেল দিয়ে পাস্তা গুলো ঢেলে দিব এবং চামচ দিয়ে একটু নেড়ে দিব। পাস্তা সিদ্ধ হয়ে গেলে ঝারিতে ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আবার হাড়িতে পানি গরম করে হাফ চামচ এর ও কম লবণ দিয়ে গাজর ও ফুলকপি হাফ মিনিট সিদ্ধ করে নিব এবং ঠাণ্ডা পানিতে ধুয়ে নিব।
এবার কড়াই এ মাখন দিয়ে রসুন কুচি দিয়ে একটু লাল করে নিয়ে সিদ্ধ করা সব্জি দিয়ে কষাতে হবে। হাল্কা কষানো হলে কাঁচামরিচ ১ টেবিল চামচ সয়াসস, ২ টেবিল চামচ ওয়েস্টার সস, গোলমরিচ গুড়া, চিলিসস দিয়ে কষাতে হবে। ক্যাপসিকাম এবং মাশরুম দিয়ে আরেকটু কষাতে হবে। এরপর পনির দিয়ে হালকাভাবে নাড়তে হবে এবং পাস্তা ঢেলে দিতে হবে। কিছুক্ষণ নাড়িয়ে নামিয়ে নিতে হবে। একটা প্লেটে লেটুস পাতা বিছিয়ে তার উপর পাস্তা ঢেলে দিতে হবে। এরপর হাড়ি গরম করে তাতে মাখন ঢেলে দিন এবং রসুন কুঁচি দিয়ে লাল করে নিয়ে মুরগি ঢেলে দিন। মুরগি গুলাকে কষাতে থাকুন, যখন পানি শুকিয়ে যাবে পাস্তার উপর ঢেলে দিন। এরপর গরম গরম পরিবেশন করুন।
* খেয়াল রাখবেন যাতে রান্না করার সময় চুলার আঁচ মিডিয়াম থাকে।
This post was last modified on জানুয়ারী ২২, ২০২৪ 1:01 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…