The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

লন্ডনে শুটিং হবে সিমলা’র নতুন ছবি ‘ত্রি ইললিগ্যাল’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ কিছুদিন ছবিতে খুব একটা দেখা না গেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলার নতুন ছবি ‘ত্রি ইললিগ্যাল’ শুটিং হবে লন্ডনে।

simla shooting new film

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ইংল্যান্ড প্রবাসী আমিনুল ইসলাম বাপ্পী ‘ত্রি ইললিগ্যাল’ নামে নতুন এই ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন। এই ছবিতে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। এই ছবিটির শুটিং হবে লন্ডনে। জানা গেছে, এই প্রথমবারের মতো লন্ডনে শুটিং করতে যাচ্ছেন নায়িকা সিমলা।

simla shooting new film-2

জানা গেছে, ছবিটির বর্তমানে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগস্টের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। ইতিমধ্যেই ছবিটির জন্য স্থিরচিত্রও তুলেছেন এই অভিনেত্রী। সিমলা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, ফেরদৌস, শহিদুল ইসলাম সাচ্চু, নিপুণ প্রমুখ।

উল্লেখ্য, সিমলার সর্বশেষ অভিনীত ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিটির ট্রেইলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। রুবেল আনুস পরিচালিত ছবিটি শীঘ্রই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...