The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

‘পদ্ম পাতার জল’ শুটিং শেষ: এখন সেন্সর ও মুক্তির অপেক্ষা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘পদ্ম পাতার জল’ শুটিং শেষ হয়েছে। এখন সেন্সর ও মুক্তির অপেক্ষা। ছবিটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ইমন ও মিম।

Podma leaf water

৩ মাস ধরে শুটিংয় চলার পর শেষ হয়েছে ‘পদ্ম পাতার জল’ এর কাজ। ইমন ও বিদ্যা সিনহা সাহা মিম অভিনীত এই চলচ্চিত্রটি এখন চলছে সম্পাদনার কাজ।

ট্রাইপড স্টুডিওর প্রথম অবদান ‘পদ্ম পাতার জল’ ছবির গল্পের প্রয়োজনেই বৈচিত্র্যময় সেট ও জমকালো পোশাক ডিজাইন করা হয় বলে জানানো হয়েছে। গীতিকার লতিফুল ইসলাম শিবলীর কাহিনী এবং সংলাপে তন্ময় তানসেনের চিত্রনাট্য ও নির্দেশনায় ঔপনিবেশিক সময়ের একটি গল্পকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা হয়েছে এই চলচ্চিত্রটিতে। ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রের গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এস আই টুটুল, অর্ণব, অদিত, ব্যান্ড শিরোনামহীন এবং চিরকুট।

Podma leaf water-2

বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক ইমন এই চলচ্চিত্র সম্পর্কে বলেছেন, ‘আমার বিশ্বাস, ‘পদ্মপাতার জল’ আমার ক্যারিয়ারের অন্যতম একটি চলচ্চিত্র হিসেবে পরিগণিত হবে। আগে অন্য কোনো চলচ্চিত্রের জন্য আমি এতটা পরিশ্রম করিনি।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...