শিশুর মাথা কেটে মিছিল করে এ কেমন উৎসব?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শিশুর মাথা কেটে মিছিল করে এ কেমন উৎসব করছে ওরা? ‘গাজন বা চড়ক’ নামে এটিকে লোকাচার বা লোকসংস্কৃতি বলা হয়।

পৃথিবীতে এখন এই যুগেও ঘটে থাকে সব লোমহর্ষক ঘটনা। যেসব কাহিনী শুনলে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এমনই একটি কাহিনী সম্প্রতি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমানের একটি গ্রামে শিবের গাজন পালনের লোমহর্ষক এই বর্ণনা দিয়েছেন সে দেশের এক লেখক শান্তনু গাঙ্গুলি। সেই লেখাটি প্রকাশ করা হলো।

প্রকৃতপক্ষে ‘গাজন বা চড়ক’ একটি লোকাচার বা লোকসংস্কৃতি। এরমূল কথা হলো, জগৎ-সংসারকে ভোগ করতে হলে ত্যাগের মাধ্যমেই তার রসাস্বাদন করতে হয়। তাই প্রাচীনকাল হতেই বাঙালিরা ফাগুন দিনের ফাল্গুনী রচনা করে রাধাকৃষ্ণকে সাক্ষী রেখে চৈত্রমাসে শিবের সাধনা করেন। স্থান কাল ভেদে কেও বলতো শিবের গাজন, আবার কেও বলতো নীলের গাজন।

Related Post

হাল্কা আর সুগন্ধি ধুনোর ধোঁয়া, তারমধ্যেই দেখা গেলো একটা লোক গাছ হতে একটা নোংরা চটের বস্তা নামিয়ে আনছে। প্রচুর মানুষ সেখানে ভিড় করে রয়েছে। কাছে যেতে একটা তীব্র দুর্গন্ধ। বস্তা হতে বেরোল কয়েক দিন আগে মারা যাওয়া ‘মানুষ’-এর পচাগলা দেহ ও দেহাংশ; বিশেষত কাটা মাথা। একটা শিশুর মৃতদেহও বার করা হলো; মাংস গলে-গলে পড়ছে।

ওই দেহ এবং দেহাংশ দড়িতে বেঁধে গোটা গ্রামে উল্লাস করতে-করতে ঘুরবে কিছু মানুষ! এরা নাকি পুণ্যলোভী মানুষ। আবার এদেরকে বলা হয় ‘সন্ন্যাসী’। এটি আসলে হিন্দু ধর্মীয় একটি আচার-আচরণ। চৈত্র সংক্রান্তি‚ অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন পালিত হয়ে থাকে এই শিবের গাজন উৎসব। শিবের গাজন অনেক জায়গাতেই হয়। কিন্তু বর্ধমান কুড়মুন গ্রামের গাজন একটু অন্যরকমভাবে পালিত হয়ে থাকে। একইভাবে হয় পার্শ্ববর্তী পলাশী‚ নাসিগ্রাম‚ ভাণ্ডারডিহিসহ আরও বেশ কয়েকটি গ্রামে। কিন্ত ভয়াবহতার দিক হতে কুড়মুন এদের সবগুলোকে ছাপিয়ে যায়। আর তাই কুড়মুনের গাজন সবচেয়ে বেশি বিখ্যাত (কুখ্যাত বলাই ভালো)। এটি আসলে পৈশাচিক গাজন বা রোমহর্ষক অভিজ্ঞতা।

জানা যায়, হিন্দু লোকাচারে গাজনের রীতি খুবই পুরোনো একটি রীতি। প্রচলিত মতবাদ অনুয়ারী‚ গাজনের সন্ন্যাসীরা (এরা বেশিরভাগ শুধু চৈত্র মাসের জন্য ‘সন্ন্যাস’ নেন) চৈত্র সংক্রান্তিতে ভূত বা শিবের শিষ্য হয়ে যান। তারা বিশ্বাস করেন‚ মৃতদেহ বা দেহাংশের মধ্যে তখন যার দেহ; তার আত্মা ফিরে আসে। তাই শিবের শিষ্য নন্দি-ভৃঙ্গির অনুকরণে চলে এমন পিশাচ-তাণ্ডব। যদিও এই বিষয়ে ব্যাপক মতপার্থক্য রয়েছে।

জানা যায়, বছর দুয়েক আগে বর্ধমান জেলার শক্তিগড়ে পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। অভিযোগ ছিল‚ গাজনের জন্য এই সন্ন্যাসীরা মৃতদেহ চুরি করে আনছিলেন। রাস্তায় দুর্গন্ধে সন্দেহ হয় ও তারা পুলিশে খবর দেন। সে বছর গাজনের আনন্দ উৎসব একটু কম হয়। মৃতদেহের যোগানের কারণে কখনও এই উৎসব বন্ধ হবে না।

জানা যায় আগে নাকি আরও বেশি মৃতদেহ থাকতো। এর কারণ হলো সেই সময় বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতো। শোনা যায়‚ একটি শিশু নাকি মারা যায়। তার বাড়ির লোক কোনোরকম আওয়াজ না করে রাতের অন্ধকারে শবদেহটি দূরের একটি গ্রামে কবর দিয়ে আসে (হিন্দু ধর্মানুসারে বয়স পাঁচ বছরের কম বয়স হলে তাকে দাহ করার বদলে কবর দেয়ার রীতি রয়েছে)। এটি পুজো উদ্যোক্তারা কোনোভাবে জানতে পেরে যান। তখন ওই শিশুটিকে কবর হতে তুলে আনেন। তবে এমন ঘটনার কথা শুনে সত্যিই আশ্চর্য না হয়ে পারা যায় না। এখনকার এই সভ্য সমাজেও অসভ্যের মতো কাজ করা হয় ধর্মের নাম করে। এসব অনাচার কবে দূর হবে তা কেও বলতে পারে না।

This post was last modified on জুলাই ২৪, ২০২১ 3:10 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

সোশ্যাল মিডিয়া: প্রভাব, ভুল তথ্য এবং মানসিক স্বাস্থ্যের উপর এর নেতিবাচক প্রভাব

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোশ্যাল মিডিয়া (SM) বলতে সামাজিক নেটওয়ার্কিং সাইট (SNSs) কে বোঝায়,…

% দিন আগে

দারাজ বাংলাদেশ: স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস পার্টনার ব্যাকপেজ পিআর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজ এর জনসংযোগ সংশ্লিষ্ট (পাবলিক…

% দিন আগে

বেরি জাতীয় ফল শরীরের কোন কোন উপকারে লাগে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেরি জাতীয় ফল নিয়ে আমাদের তেমন একটা ধারণা নেই। কিডনির…

% দিন আগে

ভৌতিক গল্পে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’ আসছে দীপ্ত প্লেতে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতিমধ্যেই দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফরম জগতে বেশ এগিয়ে গেছে। বিশ্বের…

% দিন আগে

ড্রোন হামলার সাইরেনে বাঙ্কারে পালিয়েছিলেন ব্লিঙ্কেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত বছরের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে…

% দিন আগে

উপকূলের আরও কাছে চলে এসেছে ঘূর্ণিঝড় ‘দানা’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ গতকাল বুধবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘দানা’য়…

% দিন আগে