দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আজ দুপুরে বাংলাদেশ, ভারতেও এই ভূমিকম্প আঘাত হানে। ৮১ বছরের মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
আজকের শক্তিশালী ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। আর বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়েছে বহু ভবন। বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে। উদ্ধারে নেপাল সরকার আন্তর্জাতিক সহায়তা কামনা করেছে। এটিই ছিল ৮১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এই ভূমিকম্পে রাজধানী কাঠমান্ডুতেই ৫২৪ জনের মৃত্যু ঘটেছে।
এর আগে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মী প্রসাদ ধাকাল বেলা দুইটায় এএফপিকে বলেছিলেন, কাঠমান্ডুতে ৭১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কাঠমান্ডুর কাছাকাছি ভক্তপুরে মারা গেছে আরো ৪৩ জন লোক।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপকারী প্রতিষ্ঠান ইউএসজিএস জানায়, নেপালে সকাল হতে সন্ধ্যা ৭টা ৪০ পর্যন্ত ১৮ বার ভূকম্পন হয়েছে।
কাঠমান্ডুর পশ্চিমে লামজুং এলাকায় প্রথম দফায় ৭.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। এরপর দফায় দফায় ভূকম্পন অনুভূত হতে থাকে। তবে তীব্র মাত্রার নয়। এতে বহু লোক হতাহত হওয়া ছাড়াও শহরে জমে গেছে বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের স্তূপ।
উল্লেখ্য, ১৯৩৪ সালে নেপালে ৮.৩ মাত্রার ভূমিকম্পে সাড়ে ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল। এরপর আজকের ঘটনায় ব্যাপক মাত্রায় প্রাণহানির ঘটনা ঘটলো।