দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চট্টগ্রামের বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুরুল আলমের নির্বাচন বয়কট করার ঘোষণা দেওয়ার পর এবার ঢাকাতেও নির্বাচন বয়কট করেছে বিএনপি।
আজ বেলা সোয়া ১২টায় বিএনপি’র নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যরিস্টার মওদুদ আহমদ এই ঘোষণা দেন। এ সময় তাঁর দুপাশে ঢাকা সিটি নির্বাচনের দুই প্রার্থী উত্তরের মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের প্রার্থী মীর্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস উপস্থিত ছিলেন।
ঢাকার দুই সিটিতে নির্বাচন বর্জন করে বিএনপি ভোট কারচুপি, কেন্দ্র দখল, কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া ইত্যাদি নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের এই ঘোষণা দেওয়া হয়।
ব্যরিস্টার মওদুদ বিভিন্ন ওয়ার্ডের উদাহরণ টেনে বলেছেন, এসব ওয়ার্ডে ভোটাররা প্রবেশ করতে পারেনি। নির্দিষ্ট একটি টোকেন দেখে দেখে লোকজনকে ভেতরে প্রবেশ করানো হয়েছে।
বিভিন্ন ভোট কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বের করে দেওয়া, ব্যালটবাক্স দখল করে নেওয়া, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মওদুদ আহমদ।