দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওয়ানডে র্যাংকিংয়ে এবার পাকিস্তানের ওপরে উঠে গেলো বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি’র ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে এবার পেছনে ফেলেছে বাংলাদেশ।
এবার আইসিসি’র ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশ এখন র্যাংকিংয়ের ৮ নম্বরে উঠে এলো।
জানা গেছে, ৮৮ পয়েন্ট নিয়ে এখন র্যাংকিংয়ের ৮ এ বাংলাদেশের অবস্থান। অবশ্য একই সমান পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ৭ নম্বরে। ১ পয়েন্ট কম নিয়ে স্মরণকালের সবচেয়ে বাজে অবস্থানে পড়েছে পাকিস্তান। আজহার আলীর পাকিস্তান দলের অবস্থান এখন ৯ নম্বরে।
মনে করা হচ্ছে, বাংলাদেশ র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার কারণে আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হলো বাংলাদেশ দলের। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে র্যাংকিংয়ের শীর্ষ এই অবস্থানে থাকতে পারলে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল।
এছাড়াও বাংলাদেশের সামনে র্যাংকিংয়ে আরও উন্নতির বেশ কিছু সুযোগও রয়েছে। যেমন সমান ৮৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের আগামী সেপ্টেম্বর পর্যন্ত কোনো ওয়ানডে খেলা নেই। অন্যদিকে নিজেদের মাঠে বাংলাদেশ আগামী জুন মাসে ভারতের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে। সেখানে যদি বাংলাদেশ ভালো করতে পারে তাহলে র্যাংকিংয়ে আরও এক ধাপ অর্থাৎ ৭ এ আসতে পারবে। আবার পরের মাসেও শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ দলের। সব মিলিয়ে দুটি ভালো সুযোগ রয়েছে বাংলাদেশ দলের জন্য।
This post was last modified on এপ্রিল ৩০, ২০১৫ 8:54 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…