দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লম্বা নখ, লম্বা চুল এমন অনেক কিছুই রয়েছে লম্বা। তবে এবার বিশ্বের সবচেয়ে লম্বা জিভওয়ালা নারীর খোঁজ মিলেছে। আজ সেই লম্বা জিভের নারীর গল্প রয়েছে আপনাদের জন্য।
কাওকে যদি বলা যায় জিভ দিয়ে নাক ছোঁয়ার কথা। তাহলে তার জন্য সেটি হবে দুষ্কর ব্যাপার। কিন্তু এবার এমন এক নারীর খবর মিলেছে যিনি জিভ দিয়ে কেবল চোখই নয়, নাক-চিবুক-কনুই সবকিছুই ছুঁতে পারেন।
আজকের গল্পটি আদ্রিয়ানা লুইসের গল্প। আদ্রিয়ানা কিন্তু কোনো পশু-পাখি নয়। আঠারো বছর বয়সের এক তরুণী। তার জিভ এতই বড় যে, জিভ দিয়ে চোখ, নাক-চিবুক-কনুই সবকিছুই ছুঁতে পারেন।
এমন ঘটনা শুনছে যে কারও অবিশ্বাস্য লাগতে পারে। কিন্তু ওই তরুণীর ক্ষেত্রে এটিই স্বাভাবিক। বিশ্বাস করার জন্য রয়েছে ছবি এবং ভিডিও, দেখে নিলে বুঝতে পারবেন। কিন্তু মুখ থেকে জিভা না বের করলে বাইরে থেকে বোঝা মুশকিল যে আদ্রিয়ানার এতোবড় জিভ।
আদ্রিয়ানার জিভ প্রায় চার ইঞ্চি লম্বা। এই জিভ নিয়ে তার বিশ্বাস, বিশ্বের সবচেয়ে লম্বা জিভ তারই। তবে সত্যি না মিথ্যা, সেটি ভালো বলতে পারবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ।
আদ্রিয়ানা নিজ উদ্যোগেই গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। গিনেস কর্তৃপক্ষের ই-মেইলও পেয়েছেন। তারা বলেছেন, ‘তোমার জিভের ব্যাপারে আমরা আশাবাদী। তবে আমরা আরও ভালোভাবে এটি পর্যবেক্ষণ করতে চাই।’
উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে লম্বা জিভের রেকর্ডটি বর্তমানে রয়েছে নিক স্টবার্লের (৩.৯ ইঞ্চি) দখলে। সেদিক দিয়ে আদ্রিয়ানার সবচেয়ে লম্বা জিভের মুকুট পরাটা এখন কেবল সময়ের ব্যাপার।
দেখুন ভিডিওটি
This post was last modified on জুলাই ২৪, ২০২১ 12:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলেজ জীবনের প্রেম তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সব ধরনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রতিবারের মতো এবারের ঈদেও আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিড বোটে ভাসতে ভাসতে এক বেলুগা তিমির সঙ্গে বল ছোড়াছুড়ির…