দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুসলিম মহিলাদের হেজাব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিষেধাজ্ঞার কথা শোনা যায়। এবার বোরকা নিষিদ্ধ করলো চাদ সরকার।
গত সোমবারের বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হওয়ার পর চাদ সরকার বোরকা পরা নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী, কালজেবুয়ে পাহিমি দুবেত এই ঘোষণা দেন বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
দেশটির সরকারি মহলের উচ্চ পর্যায়ের এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, চাদের রাস্তা ঘাটে প্রকাশ্যে বোরকা পড়া যাবে না। শুধু তাই নয়, নিজেদের বাড়ি ঘরেও বোরকা পড়া যাবে না- বলে ঘোষণা দেওয়া হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী সোমবারের আত্মঘাতী হামলার জন্য নাইজেরীয় জঙ্গিগোষ্ঠি বোকো হারামকে দায়ী করেছেন। ধরা পড়ে যাওয়া ঠেকাতে বোকো হারাম বর্তমানে নারী আত্মঘাতী বোমা হামলাকারীদের বেশি ব্যবহার করছে।
গত বুধবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী কালজেবুয়ে পাহিমি বলেছেন, ‘সন্ত্রাসীরা হামলা চালাতে বোরকা এবং নেকাবের আশ্রয় নিচ্ছে। বোরকার ছদ্মবেশে আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তাই এখন হতে সরকারের নিরাপত্তা বাহিনী বাজারে যতো বোরকা ও নেকাব রযেছে তা আগুনে পুড়িয়ে ফেলবে।’
উল্লেখ্য, এই জঙ্গি গোষ্ঠীটিকে দমনে নাইজেরিয়াকে সহযোগিতা শুরুর পর হতে চাদে হামলার হুমকি দিয়ে আসছিল এই জঙ্গী সংগঠনটি। অবশ্য চাদে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলাগুলোর দায়-দায়িত্ব স্বীকার করেনি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। এদিকে বোকো হারামকে প্রতিরোধে চাদ নতুন আঞ্চলিক বাহিনীও গঠন করা হয়েছে।
This post was last modified on জুন ১৮, ২০১৫ 12:30 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…