দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক রকম রোড শো দেখেছি। কিন্তু এবার দেখলাম একটু ব্যতিক্রমি রোড শো। এই ব্যতিক্রমটি হলো এবার রোড শো করা হলো কাঠের মোটর সাইকেল দিয়ে!
অবাক করার মতো কথা হলেও এটি সত্য। এবার কাঠের মোটর সাইকেল দিয়ে রোড শো করা হলো! তবে এটা দেখতে অনেক সুন্দর ও ফ্যাশনেবল। এটি ঘটেছে ফিলিপাইনে। সেখানকার উপজাতিদের মোটর-সাইকেল বিশ্বের সবচেয়ে অদ্ভুত সাইকেলের স্বীকৃতি পাবার যোগ্য। তাদেরকে ‘ইফুগাও’ যাকে ‘পাহাড়ের মানুষ’ বলা হয়ে থাকে।
মোটর-সাইকেলের গিয়ার, প্যাডেল এবং লোহা দিয়ে তৈরি যাবতীয় জিনিসের কথা আপনিও ভুলে যাবেন। তাদের তৈরি মোটর-সাইকেলগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। তারা তাদের নিজ হাতে এসব মোটর-সাইকেল তৈরি করে থাকেন। কাঠের তৈরি এই মোটর-সাইকেল শুধু সাজিয়ে রাখার জন্যই নয়, এগুলোতে বসেও চালানো যায়। এই মোটর সাইকেলের গতি প্রতিঘণ্টায় ২৫ মিটার। প্রতিটি মোটর-সাইকেলে মাত্র একজন বসতে পারে। এর সম্মুখভাগের আকৃতি বিভিন্ন রকমের করা হয়ে থাকে। এসবের আকৃতি সিংহ, ড্রাগন, ঈগল ইত্যাদি যার যার পছন্দমত আকৃতি দেওয়া হয়।