দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রামীণফোন এবং সিম্ফনি যৌথভাবে বাজারে নিয়ে এলো মিউজিক স্মার্টফোন। মূলত মিউজিক পাগলদের জন্য এই স্মার্ট ফোন তৈরি করা হয়েছে।
এই ফোনে আলাদাভাবে উন্নতমানের সাউন্ড চিপসেট দেওয়া হয়েছে এবং ডেডিকেটেড মিউজিক কী যুক্ত করা হয়েছে। যা গান শোনার মধ্যে আরও নতুন মাত্রা যোগ করবে।
এই স্মার্ট ফোনটিতে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম ব্যাবহার করা হয়েছে। ফোনটিতে আরও রয়েছে ৪.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, ৫ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ১.৩ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসর দেয়া হয়েছে, যার মাধ্যমে দ্রুত গতিতে অ্যাপ চালানো যাবে।
এই ফোনটিতে ১ গিগাবাইটের র্যাম দেয়া হয়েছে। যার ফলে আপনি অনেক গুলো অ্যাপ এক সাথে চালাতে পারবেন কোন সমস্যা ছাড়াই। আই ফোনে জিপিউ হিসেবে মালি ৪০০ দেয়া হয়েছে। যা গেমিংকে আরও চমকপ্রমোদ করবে। ৮ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী সহ ১,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী দেয়া হয়েছে।
এছারাও স্পেশাল ফিচার হিসেবে স্মার্ট রিমোট কন্ট্রোলার যোগ করা হয়েছে । আর মাধ্যমে আপনি টিভি এর রিমোট হিসেবে চালাতে পারবেন ।
শব দিক ঠিক রেখে ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে চমৎকার সব ফিচার দিয়ে ফোনটির মূল্য ধরা হয়েছে ৭,২৯০ টাকা ।
এই ফোনটির ফুল ফিচার নিচে দেয়া হল:
# অপারেটিং সিস্টেমঃ অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ
# ডিসপ্লেঃ ৪.৫৯ ইঞ্চির আইপিএস ৫৪০x৯৬০ ২৪০ডিপিয়াই
# প্রসেসরঃ কোয়াডকোর ১.৩ গিগাহার্টজ
# র্যামঃ ১ গিগাবাইটের
# জিপিউঃ মালি ৪০০ এমপি-২
# ক্যামেরাঃ রেয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল , ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল
# ইন্টারনাল মেমোরীঃ ৮ গিগাবাইট
# ডুয়েল সিম
# ব্যাটারীঃ ১,৯০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন
# OTA আপডেট
# সেন্সরঃ লাইট, প্রক্সিমিটি, এক্লেরোমিটার
স্মার্টফোনটি কেনার পর বক্সে যা যা থাকছে:
হ্যান্ডসেট, ব্যাটারী, চার্জার, অ্যাডাপ্টার, ইয়ারফোন, ডাটা ক্যাবল, ইউজার, ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড।