দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে কতো রকম বিস্ময়কর কাহিনী রয়েছে তা গুণে শেষ করা যাবে না। তবে আজ একটু ব্যতিক্রমি কাহিনী রয়েছে। আজ রয়েছে পৃথিবীর ক’জন নারী সম্পর্কে বিস্ময়কর তথ্য!
পৃথিবীতে কতো রকম বিস্ময়কর কাহিনী রয়েছে তা গুণে শেষ করা যাবে না। বেটে মানুষ, লম্বা মানুষ, জমজ মানুষ, বিদঘুটে চেহারার মানুষ এমন কত কিই না রয়েছে। তবে আজ একটু ব্যতিক্রমি কাহিনী রয়েছে। আজ রয়েছে পৃথিবীর ক’জন নারী সম্পর্কে বিস্ময়কর তথ্য!
এই প্রতিবেদনটি দেখে আপনার চোখ অবশ্যই কপালে ওঠাবে। আজকে যে নারীদের নিয়ে আমরা প্রতিবেদনটি তৈরি করেছি সেটি দেখলে আপনাদের একটু উদ্ভট লাগতে পারে- সেটিই স্বাভাবিক। তবে মানুষগুলি যে নিখাদ সে সম্পর্কে কোনও সন্দেহ নেই।
আসুন বিশ্বের এসব বিস্ময় নারীকে এখঝলকে দেখে নেই:
অ্যাবিগেল ও ব্রিটনি দুই বোন। এদের দুজনের পৃথক আত্মা, পৃথক হৃদযন্ত্র, পৃথক চিন্তাভাবনা থাকলেও শরীর একই। দেখে মনে হবে একজনের কাঁধের পিছন দিকে দাঁড়িয়ে সামনের জনের কাঁঝে মাথা রেখেছেন আরেকজন। কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন পিছনে কেও নেই। একই শরীরে ২টি মাথা পাশাপাশি। এমন অদ্ভুত সংযুক্ত বোন কখনও দেখা যায় না।
আশা ম্যান্ডেলা লম্বা চুল। আমরা জানি চুল মহিলারা ভালইবাসেন। কিন্তু তা বলে সাড়ে ১৯ ফুট লম্বা চুল! বিশ্বাস না হলেও ঘটনাটি সত্যি।
নাম তার গ্রেস। ১৮৮৮ সালে জন্মেছিলেন। স্টার্জ-ওয়েবার সিন্ড্রোম-এ আক্রান্ত গ্রেস। যার ফলে তাঁর ঠোঁটের অংশ ক্রমেই অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে। আর তাই তার চেহারা দেখা যায় বিদঘুটে। তবে তিনিও সৃষ্টিকর্তার সৃষ্ট একজন মানুষ। তাই তাকে নিয়ে বিদ্রুপ করা মোটেও ঠিক নয়।
বর্তমানে যুগে ট্যাটু সত্যিই গুরুত্বপূর্ণ ফ্যাশন স্টেটমেন্ট। তবে জুলিয়া শরীরের ১ ইঞ্চিও ছাড়েননি ট্যাটু করাতে। তার জন্য তাঁকে অদ্ভুত দেখতে লাগলেও তাতে তোয়াক্কা নেই জুলিয়ার।
গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন জ্যোতি। কারণ জ্যোতির উচ্চতা মাত্র ২৩ ইঞ্চি! এতো ছোট আবার মানুষ হতে পারে? এমন মনে হলেও এটি বাস্তব ছবি।
বিশ্বের সর্ববৃহৎ চক্ষু প্রসারকের জন্য কিমের নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। আপনি হয়তো ভাবতেও পারবেন না .৪৩ ইঞ্চি?
স্বাভাবিকের চেয়ে ৩ গুণ বড় ম্যান্ডি সেলারের পা। জন্মের সময় স্বাভাবিক ছিলেন ম্যান্ডি। কিন্তু তারপর হতে ম্যান্ডির পা বাড়তে শুরু করে এবং তা আর থামেনি। কিভাবে চলাচল করেন তিনি?
আমরা জানি শরীরে লোম কোথায় কোথায় থাকে। কিন্তু থাইল্যান্ডের সুপাত্রার পরিচয় ওর মুখে অস্বাভাবিক সাদা কালো লোম।
This post was last modified on ফেব্রুয়ারী ২, ২০২১ 11:13 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে অনলাইন পোর্টালের জন্য ৭ সুপারিশ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি মসজিদে স্থানীয় জঙ্গিগোষ্ঠীর হামলায়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্যান্টটি নির্মাতা সংস্থা হলো খ্যাতনামা ফরাসি পোশাক প্রস্তুতকারক সংস্থা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২৩ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ৯ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য বিশেষ করে চোখ নিয়ে আমরা অধিকাংশ সময় চিন্তিত থাকি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যতো দিন গড়াচ্ছে ততোই প্রযুক্তির উৎকর্ষ আমাদের দৈনন্দিত জীবনকে এক…