দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে কত রকম আজব জিনিস রয়েছে তা গুণে শেষ করা যাবে না। তবে আজ এমন একটি আজব ব্রীজের কথা বলবো যেটি ইচ্ছে মতো সরানো যায়।
পৃথিবীতে কত রকম আজব জিনিস রয়েছে তা গুণে শেষ করা যাবে না। তবে আজ এমন একটি আজব ব্রীজের কথা বলবো যেটি ইচ্ছে মতো সরানো যায়। ডেনমার্কের ডাচ ড্যামে এই বিচিত্র ব্রীজটি অবস্থিত।
আজব এই ব্রীজটিকে ভিন্ন ধরনের ঘুর্ণয়মান এক ব্রীজ বলা যায়। যে ব্রীজটি যখন প্রয়োজন ইচ্ছামত ঘুরিয়ে ফেলা সম্ভব। নীচদিয়ে উঁচু উঁচু নৌকা বা নৌযান চলাচল করে। যখন নৌযান চলাচল করে, তখন উপরের সড়ব পথটি বন্ধ থাকে। আবার যখন সড়ক পথ চালু থাকে তখন নীচের চলাচল বন্ধ থাকে। এভাবেই চলে পারাপারের কাজটি। যা ভিডিও দেখলেই বুঝতে পারবেন।
দেখুন সেই আজব ব্রীজের নড়া-চড়ার দৃশ্য
https://www.youtube.com/watch?v=5HKOku9AolE