The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

রাঙামাটির নয়াভিরাম যগচুক পাহাড়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ২২ জুলাই ২০১৫ খৃস্টাব্দ, ৭ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, ৫ শাওয়াল ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Rangamati jogcuk hill

যে দৃশ্যটি দেখছেন সেটি রাঙামাটির নয়াভিরাম যগচুক পাহাড়। বড়ই সৌন্দর্যপূর্ণ স্থান এটি। এখানে না গেলে সত্যিকারভাবে বোঝা যাবে না সৌন্দর্য আসলে কি।

কাচালং নদীর নিকটে প্রাকৃতিক নয়াভিরাম এই যগচুক পাহাড়। রাংগামাটি জেলা সদর হতে দেশীয় ইঞ্জিন বোটে খারিক্ষ্যং, ত্রিপুরাছড়া ও মাচ্চ্যাপাড়া হয়ে প্রায় ৪ ঘন্টা পায়ে হেটে যমচুক এলাকায় যাওয়া যায়। যগচুক হলো বন্দুক ভাংগা ইউনিয়নে সবচেয়ে উচ্চতম পাহাড়। এই স্থানটিতে ১৯৮৮ সালে রাজবন বিহারে দ্বিতীয় বৃহত্তম ভাবনা কেন্দ্র স্থাপন করা হয়। জানা যায়, এই ভাবনা কেন্দ্র হতেই অনেক ভিক্ষু ধ্যান সাধনা করে গেছেন।

ছবি ও তথ্য: bdtravelnews.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...