দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আরজু-আইরিন অভিনীত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ শীঘ্রই মুক্তি পাচ্ছে। ছবিটি ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে।
আরজু ও আইরিন অভিনীত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। এটি আরজু আইরিন জুটির প্রথম ছবি। সম্প্রতি ছবিটি সেন্সরবোর্ডে প্রদর্শিত হওয়ার পর সেন্সরবোর্ড বিনাকর্তনে ছাড়পত্র দিয়েছে।
অভিনেতা আরজু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ঈদের আগে ছবিটি আনকাট সেন্সর পাওয়ায় ঈদের আনন্দ আরও বেড়ে গেছে।’
সাইফ চন্দনের গল্প এবং চিত্রনাট্যে ছবিতে আরও অভিনয় করেছেন- মুনিরা মিঠু, কচি খন্দকার, মুকিত জাকারিয়া, ডায়না, রিমা, নিম্মি, রিফাত, অরিন, পাভেল, লিপিকা, রিয়া, মিশা সওদাগর ও শাহেদ শরীফ খান।
শামীম আলম প্রযোজিত ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবিটি নির্মিত হয়েছে নীল নক্ষত্র এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবির চিত্রগহণ করেছেন হৃদয় সরকার। ছবিতে গান রয়েছে ৬টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আরফিন রুমি, ইমরান, কনা, লিজা, বেলাল খান, কিশোর, নওমী, মোহনা। গানের কথা লিখেছেন- অনুরুপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, মাহমুদ মানজুর, সুদীপ কুমার দীপ এবং সোমেশ্বর অলি।