দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার অন্ধদের জন্য ব্রেইল প্রযুক্তির স্মার্টফোন তৈরি করলেন ভারতের সুমিত দাগার। কথা বলার পাশাপাশি ফোনটিতে আসা এসএমএস ও ই-মেইল ব্রেইল অক্ষরে রূপান্তর করে পড়তে পারবে অন্ধরা। ভারতের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিবিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান আইআইএমের উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন সুমিত দাগার।
সুমিত দাগার দাবি করেছেন, এটি বিশ্বের প্রথম ব্রেইল প্রযুক্তির মোবাইল ফোন। এরই মধ্যে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। পরীক্ষা শেষ হলে বাজারজাত করার চিন্তা-ভাবনা রয়েছে।
জানা গেছে, বিশেষ এই মোবাইল ফোনে পর্দার বদলে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের পিন, যেগুলো প্রয়োজনমতো বাঁকা হয়ে ওপরের দিকে উঠে আসবে। যে কারণে পর্দার উঁচু-নিচু স্থান স্পর্শ করেই তথ্য জানতে পারবে অন্ধরা।
উল্লেখ্য, ইতিপূর্বে মোবাইল ফোন ব্যবহারে অন্ধদের যে সমস্যায় পড়তে হতো এই প্রযুক্তি আসার পর আর তা হবে না। অন্ধরা অনায়াসে এই মোবাইল সেট ব্যবহার করতে পারবেন। সূত্র : ইন্টারনেট