দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতসপ্তাহে ভারত মহাসাগরে পাওয়া ধ্বংবশেষটি নিখোঁজ বিমানের অংশ- জানালেন মালয়েশীয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। বিশেষজ্ঞদের পরীক্ষার পর তিনি সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশেষজ্ঞদের প্রদত্ত বিশ্লেষণের ভিত্তিতে মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, ওই ধ্বংসাবশেষটি নিখোঁজ বিমানের। ধ্বংসাবশেষ পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে ভারত মহাসাগরেই ফ্লাইট এমএইচ ৩৭০ এর সলিল সমাধি ঘটেছিল, ওই ধ্বংসাবশেষ তারই অংশ।’
গত সপ্তাহে ভারত মহাসাগর রিইউনিয়ন দ্বীপ হতে বেশ কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। সেগুলো নিখোঁজ বিমান ফ্লাইট এমএইচ ৩৭০ এর অংশবিশেষ। আর তাই এটিও এখন নিশ্চিত যে বিমানের কেও আর জীবিত নেই।
উল্লেখ্য, মালয়েশীয়া হতে বোয়িং ৭৭৭ বিমান ফ্লাইট এমএইচ ৩৭০ গত বছরের ৮ মার্চ প্রথম প্রহরে ২৩৯ আরোহী নিয়ে আকস্মিকভাবে রাডার থেকে উধাও হয়ে যায়। এর ধ্বংসাবশেষ উদ্ধারের মধ্যদিয়ে দীর্ঘ ৫১৫ দিনের নিখোঁজ বিমানের সন্ধান মিললো।