দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীতে কত রকম রহস্যজনক ঘটনা রয়েছে তা গুনে শেষ করা যাবে না। এমনই এক রহস্যে ঘেরা উলপিটের অজানা সবুজ শিশুর গল্প রয়েছে আজ এই প্রতিবেদনটিতে।
গোয়েন্দা কাহিনী কিংবা রহস্যময় কোনো কাহিনী বলুন সব কিছুই ঘটে থাকে এই পৃথিবীতে। তবে এমন এক রহস্যজনক সবুজ শিশুর গল্প রয়েছে আজকে আপনাদের জন্য। যাকে একটি অজানা কাহিনী বলা যায়।
দ্বাদশ শতাব্দীর ঘটনা। ইংল্যান্ডের উলপিটে দু’জন শিশু’র খোঁজ পাওয়া যায়। এই শিশুদের সবকিছুই অন্য সবার মতোই সাধারণ ছিলো। তবে তাদের গায়ের রং ছিলো সবুজ। এরা দু’জন ভাইবোন। তবে আশ্চর্যের আরও হলো এক অজানা ভাষায় কথা বললো দু’ভাই বোন।
খাদ্যের দিক দিয়েও একটু ব্যতিক্রমি ছিল এই দুই ভাই বোন। সিম ছাড়া অন্য কিছু খেতো না এরা। অবশ্য পরবর্তীতে শিশু দু’টি ইংরেজি ভাষা শেখে। বোনটি জানায় যে, তারা দু’জন মাটির নিচে সেন্ট মার্টিন’স ল্যান্ড বলে একটি দেশ রয়েছে সেখান হতে এসেছে। সে জানায়, যেখানকার সব মানুষের গায়ের রংই সবুজ।
উল্লেখ্য, এই শিশু দু’জন কীভাবে কোথা হতে এসেছিলো তা এক রহস্য। কেনোই বা তাদের গায়ের রং সবুজ ছিলো, সেটি আজও অজানায় রয়ে গেছে। এর উত্তর খুঁজে পায়নি কেও।
তথ্যসূত্র: aparajito.com এর সৌজন্যে।