দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ সোমবার, ২৪ আগস্ট ২০১৫ খৃস্টাব্দ, ৯ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ, ৮ জিলকদ ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
এমন চমৎকার দৃশ্য কি আপনি কখনও দেখেছেন? তবে আজ আপনাদের জন্য এমন চমৎকার দৃশ্য উপহার দেওয়া হলো।
এটি সাজেকভ্যালি নামে পরিচিত। এটি হতে পারে বাংলাদেশের দার্জিলিং! আকাশ ছুঁয়ে যায় মাটিকে। মেঘ ছুঁয়ে যায় পাহাড়। আর ঝর্ণা ছুঁয়ে গেছে নদীকে। পাহাড়ের পিঠ বেয়ে চলা প্রশস্ত ঢাল, একেবারে মনে হবে মিলিয়ে গেছে সমতল ভূমি হয়ে। বিস্তৃত এক উঁচু পাহাড় জুড়ে বসেছে সবুজ প্রান্তর। সবুজে ঘেরা আর পখ-পখালিতে ভরা বন-বাঁদাড়। অন্যএক মেঘবালিকা। পৃথিবীর এক মনোরম ভূ-স্বর্গ বললেও ভুল হবে না। এটি এখন নতুন পর্যটন জোন হতে চলেছে। এটির নাম সাজেকভ্যালি। ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী পাহাড়বেষ্টিত বিশাল উঁচুভূমির ওই সাজেকভ্যালির অবস্থান হলো বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়।
এমন সুন্দর দৃশ্য পাওয়া বড়ই কঠিন। আজকের সকালে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেইসঙ্গে যারা এমন পটভূমি জনসমক্ষে তুলে ধরেছেন তাদেরকেও ধন্যবাদ।
ছবি ও তথ্য: ctvnews24.com এর সৌজন্যে।