Categories: বিনোদন

মিঠুন আবারও ফিরছেন ঢাকার সিনেমায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের বাঙালি মিঠুন চক্রবর্তী এক সময় ঢাকার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। তিনি আবারও ফিরছেন ঢাকার সিনেমায়।

ভারতের বাঙালি মিঠুন চক্রবর্তী এক সময় ঢাকার বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। এরপর তিনি ভারতের হিন্দি ও বাংলা সিনেমা নিয়ে ব্যস্ত থাকায় ঢাকার ছবি হতে দূরে ছিলেন। আবারও ফিরছেন ঢাকার সিনেমায় এমন খবর এখন সিনেমা পাড়ায় শোনা যাচ্ছে।

আবারও ঢাকার চলচ্চিত্রে ফিরে ভারতীয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী রাশিদ পলাশ এবং হাসান জাকিরের যৌথ পরিচালনায় ‘জন্মভূমি’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন তিনি।

Related Post

জানা গেছে, ‘জন্মভূমি’ সিনেমাটি দেশভাগের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাতে মিঠুন অভিনয় করবেন গৌরাঙ্গ চরিত্রে। সবচেয়ে মজার বিষয় হলো, মিঠুন চক্রবর্তীর আসল নাম গৌরাঙ্গ চক্রবর্তী।

পরিচালক রাশিদ পলাশ বলেছেন, সিনেমাতে মিঠুনের চরিত্রের নাম গৌরাঙ্গ, তার প্রকৃত নামও তাই। আমি যখন চিত্রনাট্য লিখছি, তখনই মাথায় এসেছিলো দেশভাগের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে মিঠুনের প্রকৃত নামটি দিলে কেমন হয়। আবার মিঠুনদাও চিত্রনাট্য পড়ে অবাক হয়েছিলেন!’

তিনি আরও জানান, ১৯৪৭ সালে দেশ বিভাগের পর বিশাল জনগোষ্ঠীর ভারতে চলে যায়, পূর্ব পাকিস্তানের জনগণের ওপর কেন্দ্রীয় সরকারের নির্যাতনের ঘটনা নিয়ে আবর্তিত হয়েছে ছবিটির মূল কাহিনী। কাহিনীতে রয়েছে, গৌরাঙ্গ কখনও মাতৃভূমির ইস্যুতে আপোষ করেন না। আত্মীয়-স্বজন সবাই ভারতে পাড়ি জমালেও তিনি থেকে যান পূর্ব পাকিস্তানেই। তারপর তার ওপর নেমে আসে অত্যাচারের নানা খড়গ।

মিঠুন ছাড়াও বেশ কয়েক জন ভারতীয় অভিনেতা-অভিনেত্রী থাকছেন এই সিনেমাটিতে। বাংলাদেশের অনেকেও থাকবেন এটিতে। তবে এখনও সব কিছু চূড়ান্ত হয়নি। শতকরা সত্তর ভাগ শুটিং হবে ভারতে। মিঠুনের অভিনীত অংশটুকু ভারতেই দৃশ্যায়িত হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালে শক্তি সামন্ত পরিচালিত যৌথ প্রযোজনার ছবি ‘অবিচার’-এর মাধ্যমে প্রথম ঢাকার সিনেমার সঙ্গে যুক্ত হন মিঠুন। এর ঠিক ২৩ বছর পর মিঠুন চক্রবর্তী আমজাদ হোসেনের ‘গোলাপি এখন বিলাতে’ সিনেমাতে অভিনয় করেন।

This post was last modified on আগস্ট ২৪, ২০১৫ 11:29 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

প্রাপ্তবয়স্কদের সিনেমাটি নিয়ে পায়েল যা বললেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৪ নভেম্বর মুক্তি পায় কলকাতার ‘দ্য একাডেমি অব ফাইন আর্টস’…

% দিন আগে

“ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে’: মমতা বন্দ্যোপাধ্যায়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…

% দিন আগে

তুরস্কে বিড়াল পেল নাগরিকত্বের স্বীকৃতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…

% দিন আগে

এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…

% দিন আগে

শসার পুষ্টিগুণ জেনে নিন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…

% দিন আগে

অ্যাপল ও গুগল সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…

% দিন আগে