দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারের বদলে মার, এমন কথা মাঝে-মধ্যে শোনা গেলেও এমন কথা কখনও শোনা যায়নি আর তা হলো কামড় খেয়ে সাপকেই পালটা কামড় দিলো এক যুবক।
এমন এক যুবকের কথা সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সাপ ধরা মূলত ওই যুবকের নেশা ছিল। ওই যুবক জানতেন যে সাপ কামড়ালে পালটা যদি ওই সাপকে কামড়ানো হয়, তাহলে নাকি সাপের বিষ নষ্ট হয়। তবে বাস্তবে কিন্তু তা হলো না। বিষধর সাপের কামড় খাওয়ার পর পালটা সাপটিকে কামড়েও প্রাণ হারালেন ওই যুবক। ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির মহম্মদবাজারের রাজ্যধরপুর গ্রামের ওই ২১ বছর বয়সী ওই যুবকের নাম স্বপন মাল।
রবিবার সাপ ধরতে গিয়ে ছোবল খান স্বপন। তারপর সেই বিষধর সাপকে ধরে কামড়াতে কামড়াতে সোজা হাসপাতালে চলে যান তিনি। তারপরও শেষ রক্ষা হয়নি। সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয় ওই যুবকের।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, রবিবার দুপুরে স্বপন তার বাড়ির পাশে একটি কেওটে সাপ দেখে তা ধরতে যান। তখন ওই বিষধর সাপটি তার বাঁ হাতের তালুতে এবং বাহুর পেশীতে ছোবল মারে। তারপর তিনি সাপটিকে ধরে লেজে কামড় দেন এবং নিজেই বাড়ির কিছু দূরে মহম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান।
স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির পর ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানেই ওই যুবকের মৃত্যু ঘটে।
This post was last modified on জুন ২৯, ২০২৫ 3:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসার ঘোষণা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজর একটি অত্যন্ত পুষ্টিগুণসমৃদ্ধ সবজি, যা বিশ্বব্যাপী স্বাস্থ্যকর খাদ্য হিসেবে…