দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মারের বদলে মার, এমন কথা মাঝে-মধ্যে শোনা গেলেও এমন কথা কখনও শোনা যায়নি আর তা হলো কামড় খেয়ে সাপকেই পালটা কামড় দিলো এক যুবক।
এমন এক যুবকের কথা সংবাদ মাধ্যমের আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। সাপ ধরা মূলত ওই যুবকের নেশা ছিল। ওই যুবক জানতেন যে সাপ কামড়ালে পালটা যদি ওই সাপকে কামড়ানো হয়, তাহলে নাকি সাপের বিষ নষ্ট হয়। তবে বাস্তবে কিন্তু তা হলো না। বিষধর সাপের কামড় খাওয়ার পর পালটা সাপটিকে কামড়েও প্রাণ হারালেন ওই যুবক। ভারতের পশ্চিমবঙ্গের সিউড়ির মহম্মদবাজারের রাজ্যধরপুর গ্রামের ওই ২১ বছর বয়সী ওই যুবকের নাম স্বপন মাল।
রবিবার সাপ ধরতে গিয়ে ছোবল খান স্বপন। তারপর সেই বিষধর সাপকে ধরে কামড়াতে কামড়াতে সোজা হাসপাতালে চলে যান তিনি। তারপরও শেষ রক্ষা হয়নি। সাপের বিষক্রিয়ায় মৃত্যু হয় ওই যুবকের।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, রবিবার দুপুরে স্বপন তার বাড়ির পাশে একটি কেওটে সাপ দেখে তা ধরতে যান। তখন ওই বিষধর সাপটি তার বাঁ হাতের তালুতে এবং বাহুর পেশীতে ছোবল মারে। তারপর তিনি সাপটিকে ধরে লেজে কামড় দেন এবং নিজেই বাড়ির কিছু দূরে মহম্মদবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান।
স্বাস্থ্যকেন্দ্রে ভর্তির পর ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানেই ওই যুবকের মৃত্যু ঘটে।
This post was last modified on জানুয়ারী ১৯, ২০২১ 4:25 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে, অনিয়ম জীবনযাপনের জেরে শরীরে রোগের…