দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সঙ্গীত জগতের কোন স্থানে রয়েছেন এ আর রহমান তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার ভারতীয় মুসলমানরা ক্ষুব্ধ হলেন এ আর রহমানের ওপর।
যার জনপ্রিয়তা ছড়িয়ে গেছে বিশ্বময় সেই অস্কারজয়ী সুরকার এ আর রহমানের দিকে আঙুল তুলেছেন ভারতের মুসলমানরা।
এর কারণ হলো হযরত মুহাম্মদ (সঃ)-এর ওপর নির্মিত ইরানি চলচ্চিত্র ‘মুহাম্মদ (সা.): মেসেঞ্জার অফ গড’ নিষিদ্ধের দাবি তুলেছেন ভারতীয় মুসলমানরা। এই চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করার কারণে ভারতীয় মুসলমানরা আঙুল তুলেছেন এ আর রহমানের দিকে।
ইতিমধ্যে চলচ্চিত্রটি নিষিদ্ধের দাবি নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয়স্থ ইরান দূতাবাসে আবেদন করেছে ভারতীয় সুন্নি মুসলমানদের সংগঠন রাজা একাডেমি। স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে একটি স্মারকলিপি পাঠিয়েছে মুম্বাইভিত্তিক এই সংগঠনটি। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সংগঠনটি এ আর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে। তাদের দাবি, এই চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করে ভারতীয় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে এ আর রহমান আঘাত হেনেছেন।
উল্লেখ্য, ‘মুহাম্মদ (সা.): দ্য মেসেঞ্জার অফ গড’ নির্মাণ করেছেন অস্কার মনোনয়ন পাওয়া প্রখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদি। মহানবী (সা.)- এর জীবনের ওপর তিনটি সিনেমা নির্মাণের ঘোষণা ১ম হলো এটি। এতে চিত্রিত হয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শৈশবের গল্প। ইসলাম ধর্মে মহানবী (সঃ)-এর কোনো ধরনের চিত্রায়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ হওয়ায় পুরো চলচ্চিত্রে তাঁর চেহারা দেখানো হতে বিরত থেকেছেন পরিচালক মাজিদি।