দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। রাজধানীর সড়ক অবরোধ প্রত্যাহার হয়েছে।
অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। রাজধানীর সড়ক অবরোধ প্রত্যাহার হয়েছে। সকালে সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ৩ দিন ধরে রাজধানীর সড়কগুলো অবরোধ করে আন্দোলন করছিল ছাত্র-চাত্রীরা। তাদের দাবি ছিল টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। অবশেষ তাদের দাবি পূরণ হওয়ায় তারা আজ অবরোধ তুলে নিয়েছে। রাজধানীর যান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করেছে।