The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার পরীমনির নতুন ছবি ‘আপন মানুষ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার পরীমনির নতুন ছবি ‘আপন মানুষ’। ছবিটির পরিচালক হলেন শাহ আলম মণ্ডল। তার আগের ছবি ‘ভালোবাসা সীমাহীন’ ছিল পরীমনির মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি।

new picture parimani

পরীমনির নতুন ছবি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। পরীমনির এবার ছবি ‘আপন মানুষ’। ছবিটির পরিচালক হলেন শাহ আলম মণ্ডল। তার আগের ছবি ‘ভালোবাসা সীমাহীন’ ছিল পরীমনির মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি।

new picture parimani-2

নতুন ছবি প্রসঙ্গে পরীমনি বলেছেন, ‘আমি স্যারের ছবির মাধ্যমেই চলচ্চিত্রে কাজ শুরু করেছি। এখন শাহ আলম স্যারের দ্বিতীয় ছবিতে কাজ করতে গিয়ে মনে হচ্ছে, আমি আপন ঘরে ফিরে এসেছি। ছবির নামও ঠিক তেমনই ‘আপন মানুষ’। আমার মনে হচ্ছে, আপন মানুষের সঙ্গে আপন ঘরের ছবিটি করছি, অর্থাৎ আপন ঘরে ফিরে এসেছি। যদিও ইতিমধ্যে অনেক ছবিতে কাজ করে পুরো ইন্ডাস্ট্রিকেই এখন আপন মনে হয়, চলচ্চিত্রের প্রতিটি জায়গাকেই আপন মনে হয়।’

new picture parimani-3

পরীমনির বিপরীতে ‘আপন মানুষ’ ছবিতে অভিনয় করবেন বাপ্পী। অন্যান্যের মধ্যে অভিনয় করবেন সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, রেহানা জলি, রেবেকা প্রমুখ।

ইমন খান ফিল্মস প্রযোজিত ‘আপন মানুষ’ ছবিটির শুটিং ১৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিচালক শাহ আলম মণ্ডল।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...