দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ঈদে শাকিব খানের মাত্র একটি ছবি ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ মুক্তি পাচ্ছে। এই ছবিটিতে তার বিপরীতে রয়েছেন অপু বিশ্বাস।
বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ ছবিতে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস ছাড়াও আরও রয়েছেন, ববি, শাহনূর, সাঙ্কোপাঞ্জা, শানু শিবা, মেগাস্টার উজ্জল প্রমুখ।
‘রাজাবাবু- দ্য পাওয়ার’ ছবির সঙ্গে ঈদে মুক্তি পাবে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কোলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’। অশোক পতি ও আবদুল আজিজ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, অংকুশ, নবাগতা নুসরাত ফারিয়া, রেবেকা এবং রজতভ দত্তসহ আরও অনেকে।
গত রোজার ঈদেও শাকিব খান অভিনীত মাত্র একটি ছবি ‘লাভ ম্যারেজ’ মুক্তি পেয়েছিল। নাম্বার ওয়ান নায়কের ওই একটি ছবি মুক্তির সুফলও প্রযোজক-পরিচালক, নায়ক-নায়িকা সবাই পেয়েছিলেন। সেই সূত্র ধরেই এবারের ঈদে শাকিব খান অভিনীত একটি ছবি মুক্তি পাচ্ছে। যে কারণে সেরা তারকার একটি ছবির সুফল এবারের ঈদে সবাই পাবেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ধারণা করছেন। তারা মনে করছেন একটি ছবি হলেও সাকিবের ছবি ব্যবসা করবে।