The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মরক্কোতে ছাগল গাছে চড়ে! [ভিডিও]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছাগলকে কি কখনও গাছে চড়তে দেখেছেন? কিন্তু এবার এমনই একটি কাহিনী রয়েছে। আর কোথাও নয় এমন ঘটনা ঘটেছে মরক্কোতে। সেখানে ছাগল গাছে চড়ে!

Morocco goats climb trees

ছাগলগুলোর থাকার কথা মাঠে। অথচ তারা উঠেছে গাছে! তাহলে একবার ভাবুন? এও কি সম্ভব? কিন্তু মরক্কোতে তাই ঘটেছে। ছাগল উঠে থাকে গাছে। মাঠে বা চারণ ভূমিতে ঘাসের সন্ধানে নয়, এরা দিব্যি গাছে চড়ে বেড়াচ্ছে। এদের এমন অদ্ভুত আচরণে আশ্চর্য হওয়ার কিছুই নেই। সত্যি মনে না হলেও মরক্কোর এই ছাগলগুলো সত্যিই গাছে চড়তে পারে এবং চড়ে বেড়ায়।

ছাগলগুলো খাবারের খোঁজে ভূমি হতে প্রায় ৩০ ফুট বা তারও বেশি উচ্চতার গাছে চড়তে পারে। এদের অত্যন্ত প্রিয় খাবার আরগেন গাছের ফলের খোঁজে এরা খণ্ডিত খুরকে কাজে লাগিয়ে গাছে চড়ে। মরক্কোয় আরগেন গাছে চড়া এই বিস্ময় ছাগলগুলোর যখন ছবি তোলা হয় তখন এরা ভূমি হতে গাছে অন্তত ৩২ ফুট উঁচুতে আরোহণ করছিল। এরা মাঝে-মধ্যে নিজের পছন্দের ফলটি পাওয়ার জন্য গাছের কচি মগডালে পর্যন্ত চড়ে বসে! মরক্কোর এসৌয়ারা অঞ্চলের ৫৫ বছর বয়সী ইতালিয় আলোকচিত্রী মৌরিজিও পুনতুরির ক্যামেরায় গাছে ওঠা অবস্থায় ধরা পড়ে এই বিস্ময় ছাগলগুলো।

দেখুন ভিডিওটি

Loading...