দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পা না থাকলে কি হবে? মাসে ৬০ হাজার ডলার আয় করেন এক সুপারমডেল! দুই পা না থাকলেও ইচ্ছা আর মনোবলকে হাতিয়ার করে প্রতিবন্ধতাকে জয় করেছেন কান্যা সেসর নামে এক মডেল!
জন্ম হতে দুই পা নেই ২৩ বছর বয়সী কান্যার। তবু থেমে থাকেননি তিনি। অদম্য ইচ্ছা আর মনোবলকে হাতিয়ার করে প্রতিবন্ধতাকে জয় করেছেন এই তরুণী। সুপার মডেল হয়ে চমকে দিয়েছেন বিশ্বকে।
কান্যার জন্ম থাইল্যান্ডে। জন্মের পরই অচল কান্যার বাবা-মা তাকে রাস্তায় ফেলে দেন। এরপর থেকে শিশু কান্যার ঠিকানা মেলে অনাথ আশ্রমে। তারপর এই অনাথ আশ্রম থেকে তাকে যুক্তরাষ্ট্র নিয়ে যান সন্তানহীন জিমি এবং মারিয়ান সেসর দম্পতি। এই দম্পতি সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ কান্যাকে।
এর ঠিক ২২ বছর পর সেদিনকার অচল মেয়েটিই সৃষ্টি করলেন এক ইতিহাস। কান্যা এখন বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত সুপারমডেল। দি ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে কান্যা জানান, শুধু বিজ্ঞাপন হতেই তিনি আয় করেন মাসে ৬০ হাজার ডলার! তথ্যসূত্র: thedishh.com