দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চলচ্চিত্র জগতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হলো বলিউডের ইমরান হাশমি ও বাংলাদেশ নুসরাত ফারিয়া। শোনা যাচ্ছে ইমরান-ফারিয়ার ছবিতে টালিগঞ্জের পায়েলও থাকছেন।
সম্প্রতি সংবাদ মাধ্যমের খবরের মূল বিষয় হলো বলিউডের ইমরান হাশমির সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের নুসরাত ফারিয়ার হিন্দি ছবিতে জুটি হওয়ার বিষয়টি। এটি পুরোনো খবর হলেও নতুন খবর হলো এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে টালিগঞ্জের পায়েল সরকারকেও।
কোলকাতার পরিচালক বিষ্ণু দত্ত পরিচালিত হিন্দি ছবি ‘গাওয়াহ: দ্য উইটনেস’-এ ইমরানের সঙ্গে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। এবার যোগ হলো পায়েলও। এই সিনেমাটিতে অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন কোলকাতার পায়েল।
উল্লেখ্য, পায়েলকে খুব শীঘ্রই ক্যারিয়ারের প্রথম হিন্দি সিনেমা ‘গুড্ডু কি গান’ তে দেখা যাবে। বাংলাদেশের নুসরাত ফারিয়ার প্রথম বলিউড অভিযান হবে ইমরান হাশমির সঙ্গে ‘গাওয়াহ: দ্য উইটনেস’ সিনেমায়।