দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি নিয়ে মাতামাতির যেনো শেষ নেই। তাহলে এই সেলফি কিভাবে সুন্দর করে তোলা যায় সেটিই এখন মুখ্য বিষয় হওয়া উচিত। ভালো সেলফি তোলার কয়েকটি টিপস রয়েছে এই প্রতিবেদনে।
বর্তমান সময় এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, স্মার্টফোন মানেই সেলফি। ঘরে-বাইরে সবখানেই সেলফির মাতামাতি। তবে আমাদের অভিজ্ঞতা না থাকার কারণে সেলফি হতে আমরা ভালো ছবি পায় না। আজ সেলফি কিভাবে ভালোভাবে তোলা যাবে সে বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।
এমন এক পরিস্থিতিতে এই সেলফি হান্টারদের জন্য আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক আন্দ্রেজ কার্পেথি উপায় উদ্ভাবন করেছেন। যার দ্বারা সঠিকভাবে সুন্দর সেলফি নেওয়া সম্ভব। আন্দ্রেজ কার্পেথি এমন একটি ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক তৈরি করেছেন যেটি ধারণকৃত সেলফিগুলোর র্যাংক করবে ও কোনটা বেস্ট হয়েছে তা ব্যবহারকারীকে জানাবে।
আন্দ্রেজ কার্পেথি তার ওই গবেষণার জন্য প্রায় দুই মিলিয়ন সেলফি সংগ্রহ করেন। তারপর সেগুলি হতে তার উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে সবচেয়ে নিখুঁত সেলফিটি নির্ণয় করেন। আন্দ্রেজ কার্পেথি সিস্টেমকে কিছু নির্দেশনা প্রদান করেন যার দ্বারা সিস্টেম কোনো ছবিকে ‘ভালো’ অথবা ‘মন্দ’ বলে নির্বাচিত করতে সক্ষম। এরপর সর্বশেষ ৫০ হাজার অপ্রকাশিত সেলফি তার সিস্টেমে প্রদান করেন তিনি। তার সিস্টেমও সেগুলিকে ‘লাইক’ ও ফলোয়ার ট্যাগিংয়ের ওপর বিশ্লেষণ করে মূলত ছবি নির্বাচন করে। সর্বশেষ একশ’ বেস্ট সেলফি নির্বাচিত করা হয়। এভাবে আন্দ্রেজ কার্পেথি নিখুঁত সেলফি তোলার কিছু সূত্র খুঁজে পান ও সকলের জন্যই সেটি উন্মুক্ত করেন।
আন্দ্রেজ কার্পেথি যে জিনিসগুলো বলেছেন তা হলো:
# যদি আপনি নারী হন তবে আপনার মুখায়বয়ব ছবির ফ্রেমের এক তৃতীয়াংশ জুড়ে থাকতে হবে।
# আবার আপনার কপালের কিছু অংশ ফ্রেমের বাইরে থাকবে।
# চুল ছেড়ে দিতে হবে (লম্বা চুল হলে এক্ষেত্রে ভালো)।
# আপনার মুখভঙ্গি সুন্দর এবং আকর্ষণীয় করুন।
# অবশ্যই সোজাসুজি ছবি না নিয়ে কোনো একটি অ্যাঙ্গেল হতে সেলফি নিন।
আন্দ্রেজ কার্পেথি পুরুষদেরও হতাশ করেননি। পুরুষদের জন্য তার ‘সেলফি টিপস’:
# ছবির ফ্রেমে আপনার মাথা ও বাহু অবশ্যই থাকতে হবে।
# চুলের স্টাইলের দিকে আপনাকে নজর দিতে হবে।
# কিন্তু পেছন দিকে আঁচড়ানো চুল বেশি গ্রহণযোগ্য হয়।
# সেইসঙ্গে অবশ্যই আপনার সুন্দর মুখভঙ্গি থাকা জরুরি।
মেয়েদের মতো কোনো অ্যাঙ্গেল হতে নয়, বরং সোজাসুজি ক্যামেরা ধরেই ছেলেদের সেলফি তোলার পরামর্শ দিয়েছেন আন্দ্রেজ কার্পেথি।