দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অন্য এক মিশাকে এবার দেখা যাবে।
সম্প্রতি হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ প্রিমিয়ার করা হয় ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রটির। বাংলাদেশের খ্যাতনামা প্রয়াত জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম চলচ্চিত্রটি নির্মাণ করেন। হুমায়ূন আহমেদের প্রয়াণের পর তার কাহিনী হতে এই প্রথম কোনো চলচ্চিত্র নির্মাণ করা হলো।
এই চলচ্চিত্রের বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ে বাণিজ্যিক ছবির অন্যতম শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। এই ছবি প্রসঙ্গে মিশা সওদাগর বলেছেন, ‘এই ছবিটি একেবারেই ভিন্নধারার। ছবিটিতে অন্য এক মিশাকে দেখা যাবে।’ এমন কথায় বলেছেন বর্তমান সময়ের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর নিজেই।