দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবার এক বিতর্কিত মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের হাজার কোটি টাকার মালিক ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে মসজিদ বন্ধের পরামর্শ দিয়েছেন!
এনডিটিভির খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগামী রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের চেষ্টা চালাচ্ছেন।
সংবাদ মাধ্যম বলেছে, প্যারিসে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এমএসএনবিসিকে এক সাক্ষাৎকার দেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মুসলিমদের কিছু কর্মকাণ্ড দেখতে চাইলে, আপনাকে মসজিদে যেতে হবে। আপনি সেখানে কি হচ্ছে দেখবেন এবং জানবেন। আর তখনই বুঝতে পারবেন আমি যে পরামর্শ দিচ্ছি তা উচিৎ কিনা।’
এমএসএনবিসির সাংবাদিকের প্রশ্ন ছিল ট্রাম্পকে, আপনি রাষ্ট্রপতি হলে কি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নেবেন? উত্তরে ট্রাম্প বলেছেন, ‘কিছু মসজিদকে অবশ্যই বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে জঙ্গি আক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ বিবেচনা করা যেতে পারে।’
ট্রাম্প আরও বলেন, ‘মসজিদ বন্ধ করে দেবার কাজ আমার পছন্দ না, তবে এটি করতে আমাদের হবেই। এ বিষয় নিয়ে আমদের অবশ্যই আরও বিচার-বিবেচনা করতে হবে। কারণ ওই সব জায়গা থেকেই ঘৃণা এবং বিদ্বেষ চলে আসছে।’
শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের মসজিদগুলোকে নজরদারির মধ্যে আনার পরামর্শও দেন। উদাহরণ হিসেবে তিনি ৯/১১ পরবর্তী নিউইয়র্কের মসজিদগুলোর নজরদারি করার উদাহরণ তুলে ধরেন ট্রাম্প।
উল্লেখ্য, গত সোমবার ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, ‘ফ্রান্সের কিছু মৌলবাদী এবং কট্টরপন্থীদের মসজিদ বন্ধ করে দেওয়া হবে।’