দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একজন মানুষ চাইলে অনেক কিছুই করতে পারেন। সাধনা মানুষকে তার লক্ষ্যে পৌঁছে দেয়। আজ এমনই এক আবু বকর ও তার ১৫ বছরের সাধনার গল্প রয়েছে আপনাদের জন্য।
নাম আবু বকর সিদ্দিক। ক্রিকেট পাগল এই বৃদ্ধের পেশা রঙমিস্ত্রী। বর্তমানে থাকেন রাজারবাগের কালীবাড়ি। তার গ্রামের বাড়ি রংপুর। দুই ছেলে রয়েছে তার। একজন দোকানে কাজ করে, আর আরেকজন চাকরি খুঁজছে।
আবু বকর সিদ্দিক আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের ট্রফির অন্যরকম এক রেপ্লিকা বানাচ্ছেন। নাম দিয়েছেন ‘বঙ্গবন্ধু আইসিসি কাপ ট্রফি’। আজ নয়, সেই ২০০০ সাল হতে শুরু করেছেন তিনি। ১৫ বছরে এটি আজকের অবস্থায়।
লোহার রড, রঙ, প্লাস্টিকের ফিতা নানা সস্তা জিনিসের সঙ্গে অমূল্য ভালোবাসা মিশিয়ে আবু বকর বানাচ্ছেন এই বঙ্গবন্ধু ট্রফি। আবু বকরের ইচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটি দেখাবেন এই ট্রফিটি। আাবর আইসিসিকে অনুরোধ করবেন এরকম ট্রফি বানানোর জন্য। তার এতোদিনের সাধনা বিফলে যেতে পারে না- এটিই এখন আবু বকরের বিশ্বাস।