দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ফাংকু জামাই’ চলচ্চিত্রে এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন পুষ্পিতা পপি! তবে এই ছবিতে আরও থাকছেন অপু বিশ্বাস।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, আব্দুল মান্নানের পরিচালনায় ‘ফাংকু জামাই’ ছবিতে অভিনয় করবেন নতুন এই জুটি। ইতিমধ্যে ছবিটির বিষয়ে চূড়ান্ত কথা-বার্তা হয়েছে।
শাকিব খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এই ছবির প্রযোজক আমার পরিচিত। তার প্রযোজনায় ইতিপূর্বে ‘রাজাবাবু’ ছবিতে অভিনয় করেছি।’
পুষ্পিতা পপির এ পর্যন্ত ২টি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো ‘কখনো ভুলে যেও না’ ও ‘আগে যদি জানতাম তুই হবি পর’।
শাকিবের সঙ্গে অভিনয় প্রসঙ্গে পুষ্পিতা বলেছেন, ‘ভালোই লাগছে, আবার একটু ভয়ও করছে। শাকিব ভাই ইন্ডাস্ট্রির এক নম্বর তারকা। তবে এটি আমার প্রথম ছবি নয়। আমার বিশ্বাস, ভালোভাবে কাজটি শেষ করতে পারবো। এই মাসের শেষে এফডিসিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হবে।’