Categories: সাধারণ

ফলোআপ ৬ মে ॥ নারায়ণগঞ্জের গতকালের সংঘর্ষে নিহত ২০

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও সোনারগাঁয়ের কাঁচপুরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের কয়েকশ’, যদিও নিহতের সংখ্যা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। কারণ সংবাদ মাধ্যমগুলো একেক রকম তথ্য দিচ্ছে।

জারা যায়, যারা আহত হয়েছেন তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে দু’জন পুলিশ ও একজন বিজিবি সদস্য রয়েছেন। বাকিরা সাধারণ পথচারী বলে জানা গেছে। নিহতদের মধ্যে হেফাজতের কোনো নেতা বা কর্মী নেই। আহতদের ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক হাজার রাউন্ড টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ও রাইফেলের গুলি ছোড়ে। সাউন্ড ও গ্যাস গ্রেনেডও ব্যবহার করা হয়। তাছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতকর্মীদের সংঘর্ষে ৬ জন এবং বাগেরহাটে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নারায়নগঞ্জের ঘটনায় আহতদের বেশির ভাগই আনা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

সংঘর্ষ চলাকালে হেফাজতের কর্মীরা ইট-পাটকেল, লোহার রড, বাঁশ ও লাঠি নিয়ে আইনথশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটাতে থাকে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এদিকে সকাল ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর পর্যন্ত। দুপুরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় বলে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি পুলিশের দুই সদস্য নিহত হওয়ার তথ্য নিশ্চিত করলেও অন্যদের ব্যাপারে কিছু জানাতে পারেননি।

নিহতদের মধ্যে বিজিবির এক সদস্য, পুলিশের দুই সদস্য এবং দু’জন পথচারীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, তিনজন পথচারীর লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গ এবং বাকিদের লাশ সিদ্ধিরগঞ্জের সুগন্ধা, সাজেদা, মা ও কাঁচপুরের শুভেচ্ছা ক্লিনিক থেকে নিয়ে যান তাদের স্বজনরা।

গতকাল সংঘর্ষ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের কাঁচপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হেফাজতকর্মীরা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চারটি যানবাহনসহ কমপক্ষে ১৫টি যানবাহন, কাঁচপুর পুলিশ ফাঁড়ি এবং একটি পুলিশ বক্সে অগ্নিসংযোগ করে। সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ অফিসেও অগ্নিসংযোগ করা হয়। রাস্তার ওপর গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি, ইট ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্‌ন সৃষ্টি করে তারা।

Related Post

এদিকে দুপুর নাগাদ পরিস্থিতি শান্ত হলেও বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু স্থানে মাঝে মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হেফাজতকর্মীরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অল্প সংখ্যায় চলতে থাকা সাধারণ পরিবহন লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে তারা। যান চলাচল নির্বিঘ্ন করতে র‌্যাব ও পুলিশের ১৫টি গাড়ি এ সড়কে টহল দেয়।

স্টাফ রিপোর্টার

Recent Posts

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে

নদী ও নৌকা: এক অসাধারণ গ্রামের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৭ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে

এসসিবি-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩: ‘সেরা কৃষি প্রতিষ্ঠান’ স্বীকৃতি পেলো আইফার্মার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৩- এর…

% দিন আগে