দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কেও এমন কথা শুনলে বিস্মিত হবেন। কারণ একটি ফ্ল্যাটের দাম ১৬০ কোটি টাকা! এমন কি বিলাসবহুল বাড়ি যে এতো দাম? এ প্রশ্ন আসতেই পারে।
বিশ্বে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানান ধরনের মজার ও বিষ্ময়কর ঘটনার এটিও একটি। কারণ একটি ফ্ল্যাটের দাম এতো হতে পারে না। তাই বিষয়টি একেবারেই ভিন্ন একটি ঘটনা। দামী বাড়ি যার বিলাসবহুলতা ছাড়িয়ে যায় অনেক কিছুকেই। তেমন সুবিধাসম্পন্ন একটি বিলাসবহুল ফ্লাট বিক্রি হয়েছে ১৬০ কোটি টাকায়। এই ফ্ল্যাটটি বিক্রি হলো ভারতে।
খবরে প্রকাশ, মুম্বইয়ের আল্ট্রামাউন্ট রোডের বিলাসবহুল এই নির্মীয়মান ডুপ্লের জন্য ১৬০ কোটি টাকা খরচ করেছে একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। বর্গফুট প্রতি এক লক্ষ ৬০ হাজার টাকা দরে ওই ডুপ্লেটি তারা কিনেছে বলে খবর বেরিয়েছে।
উল্লেখ্য, ভারতের বাজারে এতো বিশাল মূল্যের ফ্ল্যাট কেনার ঘটনা এর আগে কখনও ঘটেনি।