দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হওয়া তানহার ছবি ‘ভোলা তো যায় না তারে’ জানুয়ারিতে মুক্তি পেতে পারে। সবকিছু ঠিক থাকলে ১৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
বাংলাদেশের চলচ্চিত্রে বড়পর্দায় অভিষেক হওয়া তানহা তাসনিয়ার ছবি আগামী জানুয়ারিতে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ জানুয়ারি মুক্তি পাবে তার প্রথম ছবি ‘ভোলা তো যায় না তারে’।
এই ছবিটি পরিচালনা করেছেন রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিতে তানহার বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সমযের জনপ্রিয় নায়ক নিরব।
উল্লেখ্য, ‘ভোলা তো যায় না তারে’ ছবির শুটিং শেষ হওয়ার আগেই শুরু করেন শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’ ছবিটির কাজ। এই ছবিতে তানহার নায়ক হিসেবে রয়েছেন নায়ক শাকিব খান। এ মাসে আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তানহা। একটি হচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘জানবাজ’। এটিতে তানহার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। অপরটি হলো রায়হান মুজিব পরিচালিত ‘ময়না পাখির সংসার’।