দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৭টি মডেলের স্মার্টফোনে বিশেষ ছাড় দেওয়া হয়েছে! শীতকালীন অফার নামে বিশেষ একটি অফারে এই সুযোগটি দিচ্ছে ওকাপিয়া মোবাইল।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ওকাপিয়ার ৭টি মডেলের স্মার্টফোনে বিশেষ ছাড় এবং ৩টি মডেলে ২ হাজার ২শ’ টাকা হতে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ দিয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই অফারটি চলবে ১৫ জানুয়ারি ২০১৬ পর্যন্ত’।
# ওকাপিয়া সূত্রে আর বলা হয়েছে, ৩ হাজার ৭শ’ টাকা দামের ‘স্ট্রাইকার’ ফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ৯৯০ টাকায়।
# ‘দেশ’ মডেলটি ৭শ’ টাকা ছাড়ে এখন পাওয়া যাবে ৩ হাজার ২৯০ টাকায়।
# ৫ হাজার ৬৯০ টাকা দামের ‘লাইফ’ মডেলটি এই বিশেষ ছাড়ে বিক্রি করা হচ্ছে মাত্র ৩ হাজার ৪৯০ টাকায়।
# অপরদিকে ৫শ’ টাকা ছাড়ে ‘ম্যাজিক’ মডেলটির নতুন দাম ৫ হাজার ৪৯০ টাকা।
# ম্যাজিক প্লাস ১ হাজার ১শ’ টাকা ছাড়ে পাওয়া যাবে ৫ হাজার ৫৯০ টাকায়।
# ৭ হাজার ৪৯০ টাকার ‘ম্যাজিক এক্স’ পাওয়া যাবে ৬ হাজার ৫৯০ টাকায়।
# ১১ হাজার ৯৯০ টাকা দামের ‘ইন্সপায়ার’ এখন ৯ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে।
# আর ক্যাশব্যাক পাওয়া যাবে ‘ম্যাট্রিক্স’ ‘এয়ার’ এবং ‘আলটিমা’ মডেলে। এই ফোনগুলোর দাম হলো যথাক্রমে ৭ হাজার ৯৯০ টাকা, ৯ হাজার ৯৯০ টাকা ও ১০ হাজার ৯৯০ টাকা।