দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ধোঁয়াশার কারণে চীনের উত্তর-পূর্বাঞ্চলের ১০ শহরে রেড অ্যালার্ট জানি করা হয়েছে। ধোঁয়াশার কারণে গত সপ্তাহে চীনের বড় একটি অংশজুড়ে বায়ুদূষণের পূর্বাভাস করা হয়েছিল।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ধোঁয়াশার কারণে চীনের উত্তর-পূর্বাঞ্চলের ১০ শহরে রেড অ্যালার্ট জানি করা হয়েছে। ধোঁয়াশার কারণে গত সপ্তাহে চীনের বড় একটি অংশজুড়ে বায়ুদূষণের পূর্বাভাস করা হয়েছিল।
পরিবেশ দূষণের জন্য দ্বিতীয়বারের মতো এই সপ্তাহে চীনে আবার রেড অ্যালার্ট জারি হলো। এবারের রেড অ্যালার্ট জারি করা ১০টি শহরের মধ্যে চীনের বাণিজ্যিক বন্দর তিয়ানজিনও রয়েছে।
জানা গেছে, রেড অ্যালার্ট জারি করা শহরগুলোতে নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হতে পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া স্কুল বন্ধ করার পাশাপাশি যানবাহন ব্যবহার সীমিত করতে অনুরোধ জানানো হয়েছে।
চীনের বেইজিংসহ ৩০টি শহরে সর্বোচ্চ দূষণের মাত্রা বিরাজ করছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। চীনের আরও ২০টি শহরেও দ্বিতীয় সর্বোচ্চ মাত্রার পরিবেশ দূষণ হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়।