দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০১৫ খৃস্টাব্দ, ১৭ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ১৮ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
২০১৫ সালের শেষ সকাল। কোয়াশাচ্ছন্ন সূর্যের হাতছানি- বড়ই চমৎকার এই দৃশ্যটি। শীতের সকালে এমন দৃশ্য প্রকৃতির এক দান।
আমরা যখন গ্রামে বেড়াতে যায় তখন এমন অনেক দৃশ্য আমাদের দৃষ্টিতে আসে। এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা হত-বিবহল হয়ে পড়ি। কিন্তু এটিই আমাদের প্রকৃতি, আমাদের গ্রাম। এমন দৃশ্য দেখে আমাদের মন ভরে যায়। এই গ্রামেই একদিন আমাদের পিতা-মাতা বা তাদের পিতা-মাতারা বসবাস করতেন। এমন দৃশ্য এখন আমাদের কাছে অনেকটা কল্পনার মতোই। আজকের সকালে বছরের এই শেষদিনটিতে এমন সুন্দর একটি ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
ছবি: www.flickr.com এর সৌজন্যে।