দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ১ জানুয়ারি ২০১৬ খৃস্টাব্দ, ১৮ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ১৯ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি আপনারা দেখছেন সেটি তুরস্কের হাজিয়া সোফিয়া যাদুঘর। এটি তুরস্কের ইস্তানবুলে অবস্থিত। বড়ই দৃষ্টি নন্দন এটি।
তুরস্কের ইস্তানবুলে অবস্থিত এটি প্রকৃতপক্ষে প্রথমে ছিল খ্রিষ্টানদের গীর্জা এবং পরবর্তীতে মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। ৩৬০ হতে ১৪৫৩ কৃস্টাব্দ পর্যন্ত স্থাপনাটি কনস্ট্যান্টিনোপলদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হতো। তবে মাঝে ১২০৪ হতে ১২৬১ সাল পর্যন্ত এটি রোমান ক্যাথলিকদের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৪৫৩ সাল হতে ১৯৩১ সাল পর্যন্ত এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। ১ ফেব্রয়ারী ১৯৩৫ সাল হতে এটি যাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে এই স্থাপনাটি পবিত্র ট্রিনিটির দ্বিতীয় ব্যক্তি লোগোসকে উৎসর্গ করা হয়। পরবর্তীতে এটিকে সেন্ট সোফিয়া হিসেবে নামকরণ করা হয়। সোফিয়া হচ্ছে গ্রীক শব্দের লাতিন উচ্চারণ। যার মানে হলো বিজ্ঞতা। এটির গম্বুজকে বাইজানটাইন স্থাপত্যের সংক্ষিপ্তসার হিসেবে গণ্য করা হয়ে থাকে।