দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রেদওয়ান রনির নতুন ছবি ‘আইসক্রিম’ আসছে নতুন বছর। ফেব্রুয়ারি কিংবা মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই নতুন ছবিটির জন্য।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নির্মাতা রেদওয়ান রনির দ্বিতীয় ছবি হলো ‘আইসক্রিম’। রেদওয়ান রনির প্রথম ছবি ‘চোরাবালি’। ‘আইসক্রিম’ প্রসঙ্গে পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘শুটিং শেষ করেছি অনেক আগেই। ইতিমধ্যেই ডাবিংয়ের কাজও শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এই কাজটি শেষ হলেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ছাড়পত্র পেলেই ছবি মুক্তির তারিখ জানাতে পারবো।’ ফেব্রুয়ারির ১২ তারিখ ছবিটি দর্শকদের জন্য মুক্ত হোক- এমন মনোভাব রয়েছে ছবি সংশ্লিষ্টদের।
‘আইসক্রিম’ ছবির মাধ্যমে অভিষেক হতে যাচ্ছে উদয়, রাজ ও নাজিফা নামে ৩ শিল্পীর। ছবিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি প্রমুখ।
‘ভালোবাসা যত্নে রাখতে হয়, ভালোবাসাকে ভালো বাসতে হয়’ এই ছবিটির গল্পটা পুরোপুরি ভালোবাসার- জানিয়েছেন পরিচালক। ‘আইসক্রিম’ ছবিটি প্রযোজনা করেছে, পপকর্ণ ফিল্মস, পিংপং এন্টারটেইনমেন্ট এবং টপ অব মাইন্ড।