দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার স্বচ্ছ কাঁচের মতো টিভি আনছে ইলেকট্রনিক্স পণ্যনির্মাতা প্রতিষ্ঠান প্যানাসনিক। চলতি বছরে আমেরিকার লাসভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক্স শোতে নতুন এই টিভি নিয়ে এসেছে।
এই টিভিটি দেখতে স্বচ্ছ কাঁচের মতো। এটি এতোটাই স্বচ্ছ যে, আপাত দৃষ্টিতে দেখলে এটির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বাসায় নতুন কোনো অতিথি এলে তিনি মোটেও বুঝতে পারবেন না, কোথায় টিভিটি রাখা রয়েছে!
‘মোশন সেন্সর’ নামে নতুন এক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে ১৮ ইঞ্চি পর্দার এই টেলিভিশন নিয়ন্ত্রণের জন্য। রিমোর্ট কন্ট্রোল নয়, দূর হতে হাত নাড়িয়ে বা ভয়েস কমান্ড (অর্থাৎ মৌখিক নির্দেশ) দিয়ে টিভিটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
যদিও স্বচ্ছ আয়নার এই টিভিটিতে ভালো মানের ছবি পেতে হলে তুলনামূলক একটু অন্ধকার স্থানে রাখতে হয়। তবে প্রযুক্তিবিদদের ধারণা, যেহেতু এটি এই ধরনের প্রযু্ক্তির প্রাথমিক পর্যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এরও উন্নয়ন ঘটবে। আর তখন যেনো-তেনো ভাবেই দেখা যাবে এটি টিভি!