দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুরুতেই চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয় হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযানে বাংলাদেশের দামাল ছেলেরা এই জয় ছিনিয়ে এনেছে।
গোছানো বোলিং আর ক্ষুরধার এক ফিল্ডিংয়ে মাঝারি সংগ্রহই প্রতিপক্ষের জন্য হয়ে উঠল দুরূহ। ব্যাট হাতে দারুণ পরিণত এক ইনিংস উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে শেষ পর্যন্ত ৪৩ রানে হারিয়ে দুর্দান্ত ইনিংস শুরু হলো বাংলাদেশের যুবাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযানটি।
এই খেলায শান্তর ৭৩ রানের এক অনবদ্য ইনিংসে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪০ রান তুলেছিল বাংলাদেশ। রান তাড়া করতে কখনোই সেভাবে জয়ের সম্ভাবনা জাগাতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। এক প্রান্ত আগলে রেখে দারুণ এক শতক করেন ওপেনার লিয়াম স্মিথ। তবে বাকিদের ব্যর্থতায় বর্তমান চ্যাম্পিয়নরা ১৯৭ রানে গুটিয়ে যায়।
সব মিলিয়ে বোঝা গেছে এই উইকেটে ২৪০ রান তাড়া করা কঠিন হবে প্রোটিয়া ব্যাটসম্যানদের। হয়েছেও ঠিক তাই। স্মিথ ছাড়া স্বচ্ছন্দে খেলতে পারেননি আর কেওই। আর তাই বাংলাদেশের দামাল ছেলেদের কাছে পরাজয় ঘটেছে তাদের।