দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শীর্ষে থাকা অভিনেতা শাকিব খান এবার অভিনয় করছেন আরেক নতুন নায়িকার সঙ্গে। তানিয়া ইসলাম রিতু। কালাম কায়সার পরিচালিত ‘মা’ চলচ্চিত্রে দেখা যাবে এই নতুন নায়িকাকে।
ইতিপূর্বেও ঢালিউডের অনেক নায়িকার শুরু হয়েছিলো শাকিব খানের সঙ্গে। সেই ধারাবাহিকতায় এবার আসছে তানিয়া ইসলাম রিতু নামের আরও এক নতুন নায়িকা। তারসঙ্গেই কাজ করছেন শাকিব খান।
এই প্রসঙ্গে রিতু বলেন, ‘প্রথমে ভাবছিলাম, শাকিব ভাই এতো বড় শিল্পী, উনার সঙ্গে কীভাবে কাজ করবো? কিন্তু দুদিন শুটিং করেই অবাক হলাম আমি। তিনি এতো সহযোগিতা করেন, যা বলে বোঝাতে পারবো না। অভিনয়ে কোথাও ভুল হলে তিনি এতো সুন্দর করে বুঝিয়ে দেন যে, কোনো কিছুই কঠিন মনে হয়নি আমার কাছে। সেটের বাইরে তিনি যেমন মুডি, শুটিংয়ের সেটে তিনি ততোটাই সহজ। উনার সঙ্গে কাজ না করলে আসলে আমি বুঝতাম না অনেক কিছুই।’
উল্লেখ্য, ‘আয়না সুন্দরী’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় তানিয়া ইসলাম রিতুর। ইতিমধ্যে ‘অ্যাডিকশন’ নামে একটি ছবির শুটিংও শেষ করেছেন চলচ্চিত্রে আসা নতুন এই নায়িকা তানিয়া রিতু।