The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ব্রেকিং নিউজ: বঙ্গবন্ধু সেতুতে ৪টি গাড়ির সংঘর্ষ: উত্তরবঙ্গ অভিমুখি লেন বন্ধ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোরে বঙ্গবন্ধু সেতুতে ৪টি গাড়ির সংঘর্ষ ঘটেছে। যে কারণে সেতুর উত্তরবঙ্গ অভিমুখি লেন বন্ধ রয়েছে।

Bangabandhu Bridge
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে আজ বুধবার ভোরে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ৪টি গাড়ির সংঘর্ষ ঘটেছে। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খরব পাওয়া যায়নি। যে কারণে সেতুর উত্তরবঙ্গ অভিমুখি লেন বন্ধ রয়েছে।

এদিকে একটি লেন বন্ধ থাকায় টাঙ্গাইল থেকে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। এপারে উত্তরবঙ্গ অভিমুখি বহু বাস-ট্রাক অপেক্ষমান রয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেতুতে সড়ক চলাচল উপযোগী করার কাজ করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...