দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের বিভিন্ন দেশে পানির নিচে রেস্তোরাঁর খবর আমরা এতোদিন দেখেছি। কিন্তু এবার ভারতে প্রথমবারের মতো পানির নিচে রেস্তোরাঁর খবর পাওয়া গেলো!
উপরে থই থই পানি আর পানি। এমন একটি পরিবেশে তার তলায় বসে সুস্বাদু খাবার খাওয়া। এমনই মজাদার অভিজ্ঞতা পাওয়ার জন্য আপনাকে দূর-দূরান্তের কোনো দেশে যেতে হবে না। এই সুবিধা পেতে পারেন আপনার প্রায় হাতের কাছে ভারতেই!
পানির তলায় রেস্তোরাঁ কোনও নতুন কথা নয়; বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এমন বহু রেস্তোরাঁ-হোটেল রয়েছে। যেখানে পানির তলায় খানাপিনার রেস্তোঁরা ভারতে এটিই প্রথম।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ‘রিয়েল পসাইডন’ নামের এই নতুন রেস্তোরাঁটি খোলা হয়েছে আহমেদাবাদে। মাথার উপর পানি থই-থই করছে আর ঘরের মধ্যে বসে আপনি সুস্বাদু খাবার-দাবার খাবেন আর উপভোগ করতে পারবেন এক নৈসর্গিক পরিবেশে- এটি কী কম পাওয়া!
জানা যায়, ২ লক্ষ লিটার পানি ও ৪০ হাজার মাছ দিয়ে তৈরি করা হয়েছে একটি অ্যাকোয়ারিয়াম। সেই অ্যাকোয়ারিয়ামই হলো মূলত রেস্তোরাঁটির সিলিং। এভাবে পানির নিচে বসে এক নৈসর্গিক পরিবেশে মজার মজার খাবার খেতে পারবেন আপনি! এটিই কি কম পাওয়ার?