দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২৫ টাকায় স্মার্টফোন পাওয়া যাবে! এমন কথা শুনে যে কেও আশ্চর্য হবেন এটিই স্বাভাবিক কথা। তবে শুধু ২৫ টাকায় নয় ২৫ টাকার কিস্তিতে পাওয়া যাবে স্মার্টফোন।
মাসিক ২৫ অথবা ৩০ টাকা কিস্তিতে গ্রামের তৃণমূল মানুষকে স্মার্টফোন দেওয়ার কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সচিবালয়ে আজ (বৃহস্পতিবার) টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তারানা হালিম এই তথ্য দেন।
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘গ্রামের কৃষক-মজুরদের মতো তৃণমূল পর্যায়ের মানুষের হাতে স্বল্পমূল্যে স্মার্টফোন পৌঁছে দিতে মোবাইল ফোন কোম্পানি এরিকসন এবং ওয়ালটনের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তারা বলেছে, এক হাজার ৫০০ টাকা হতে ২ হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দেওয়া সম্ভব।’ অবশ্য কিস্তিতে কীভাবে এই স্মার্টফোন কেনা যাবে, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানানো হয়নি।