দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার টুইন চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। পরিচালক বদিউল আলম খোকনের পরবর্তী ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে।
এবার টুইন চরিত্রে অভিনয় করছেন হালের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অবশ্য ছবিটির নাম এখনও চূড়ান্ত করা হয়নি। তবে মাহির দু’টি চরিত্রের নাম মাহি ও মিথিলা।
নতুন এই ছবির চিত্রনাট্যে দেখা যাবে একদিকে মাদকাসক্ত মাহি। অপরদিকে মিথিলা একেবারে বিপরিত প্রকৃতির অর্থাৎ শান্ত স্বভাবের। কিন্তু ছবির মধ্যদিকে এসে মিথিলার চরিত্র পাল্টে যাবে, অর্থাৎ অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে তাকে।
এই ছবিতে যমজ দুই বোনের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে আরেফিন শুভ ও জায়েদ খানের। আগামী ১০ এপ্রিল হতে শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে।
ছবির কাজ কবে শেষ হবে, আর কবে মাহিকে দেখা যাবে সেটি এখন সময়ের ব্যাপার মাত্র। এখন শুধুই দু’জন মাহিকে বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন মাহি ভক্তরা।