দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এবং ট্যুইটার সিইও জ্যাক ডোর্সিকে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার অভিযোগ এনে ওই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধানকে হত্যার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইএস সমর্থকরা।
২৫ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, প্রযুক্তি বিশ্বের এই দুই নেতাকে হত্যার হুমকি দেওয়ার পর বুলেট তাক করে রাখা হয়েছে।
সহিংসতা এবং সন্ত্রাসবাদে উসকানি দেয় এমন কিছু অ্যাকাউন্ট ফেসবুক এবং ট্যুইটার হতে সরিয়ে ফেলার কারণে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গিগোষ্ঠীটি জনপ্রিয় এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধানকে হত্যার হুমকি দিলো।
ওই ভিডিওতে দেখা যায়, হ্যাকাররা ফেসবুক এবং অ্যাকাউন্ট পরিবর্তন করে ইসলামিক স্টেটের প্রচারণা চালাচ্ছে। এছাড়া ফেসবুকের ১০ হাজার অ্যাকাউন্ট এবং ১৫০টি পেইজ ও ৫ হাজার ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন বলে ভিডিওতে দাবি করা হয়েছে।
ভিডিওতে বলা হয়, ‘মার্ক ও জ্যাক, ফেসবুক এবং ট্যুইটারের প্রতিষ্ঠাতা। তাদের ক্রুসেডার সরকারের প্রতি আমাদের বার্তা হলো, আমাদের অনেক অ্যাকাউন্ট প্রত্যেকদিন মুছে ফেলা হচ্ছে। আমাদের একটা অ্যাকাউন্ট মুছে ফেলা হলে- এর প্রতিশোধ হিসেবে ১০টি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া হবে। জুকারবার্গ ও জ্যাক ডোর্সিকে হত্যার হুমকি দিয়ে বলা হয়েছে, হত্যার পর শিগগিরই তোমাদের নাম আমরা মুছে ফেলবো।’