দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল ৭ মার্চ ঢাকায় আসছেন কোলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। ওপার বাংলার হালের জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবারেরমতো ঢাকায় পা রাখবেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, শ্রাবন্তীর ঢাকায় আসার কারণ হলো দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘শিকারি’ ছবির শুটিং উপলক্ষে। ‘শিকারি’ ছবির নায়িকা হিসেবে দেখা যাবে শ্রাবন্তীকে।
‘শিকারি’ ছবিতে শ্রাবন্তীর বিপরীতে নায়ক হিসেবে থাকবেন ঢাকার কিং খ্যাত শাকিব খান। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ওপারের এসকে মুভিজের প্রযোজনায় ছবিটি যৌথভাবে নির্মিত হচ্ছে।
জাজ মাল্টিমিডিয়া সূত্র বলেছে, আগামীকাল ৭ মার্চ শ্রাবন্তী ঢাকায় আসবেন এটি চূড়ান্ত। শ্রাবন্তী আসার পর ‘শিকারি’ ছবির মহরত অনুষ্ঠিত হবে। ছবিটির শুটিং শুরু হবে ১০ মার্চ থেকে।
উল্লেখ্য, ‘শিকারী’ ছবিতে শাকিব খানের বিপরীতে শ্রাবন্তীর জুটি বাঁধা এবারই প্রথম। ছবিটি পরিচালনা করবেন বাংলাদেশে সীমান্ত এবং কোলকাতার জয়দেব পরিচালনা করবেন বলে জানানো হয়েছে।